মোহাম্মদপুরে মুরগির দোকান বসানোকে কেন্দ্র করে যুবক নিহত, আটক ২

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ন, ০২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫২ পূর্বাহ্ন, ০২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ছুরিকাঘাতে মো. রাসেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে নবীনগর হাউসিংয়ের ৪ নম্বর রোডে এই ঘটনা ঘটে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেল পেশায় মাইক্রোবাসচালক ছিলেন এবং চন্দ্রিমা মডেল টাউনের ৫ নম্বর রোডের একটি বাসায় পরিবারসহ বাস করতেন।

আরও পড়ুন: হঠাৎ ঝুম বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

স্থানীয় সবজি ব্যবসায়ী শাহিন জানান, চিৎকার শুনে তিনি গিয়ে দেখেন রাসেল রাস্তায় পড়ে আছেন। তিনি ও পাশের আরেক দোকানদার দ্রুত তাকে হাসপাতালে নেন। কিন্তু চিকিৎসকেরা জানান, ততক্ষণে তিনি মারা গেছেন।

মোহাম্মদপুর থানার এসআই মো. শহিদুল ওসমান মাসুম বলেন, মুরগির দোকান বসানোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পেপার বাবু ও বিপ্লবের মধ্যে বিরোধ চলছিল। রাতে বিপ্লবের সঙ্গে ভ্যানে বসা অবস্থায় রাসেলকে কয়েকজন এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনায় বিপ্লবও আহত হয়ে বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: বিকেলেই অন্ধকার নেমে এলো ঢাকায়, মাসের শুরুতেই মুষলধারে বৃষ্টি

তিনি আরও জানান, পেপার বাবু ও মোবারক নামের দুজনকে আটক করা হয়েছে। হামলায় আরও কেউ জড়িত কিনা তা যাচাই করা হচ্ছে।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিন ঘণ্টার মধ্যেই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দোকান বসানো নিয়ে বিরোধকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিহত রাসেলের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।