আজ থেকে ব্যাংক-বিমা-শেয়ারবাজার খোলা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৪ | আপডেট: ২:৫৩ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৪
ছবিঃ সংগৃহীত

ঈদুল ফিতরের টানা ছুটির পর সোমবার (১৫ এপ্রিল) থেকে খুলছে ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। এসব অফিস চল‌বে স্বাভাবিক নিয়মে। 

দেশের ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থে‌কে বিকেল সা‌ড়ে ৩টা পর্যন্ত। এতদিন রমজান মাসের কারণে ব্যাংক লেনদেনের সময়সূচি কমিয়ে এনে পরিবর্তন করা হয়েছিল। আজ থেকে ব্যাংকে লেনদেন সা‌ড়ে ৩টা পর্যন্ত চললেও অফিস খোলা থাকবে ৫টা পর্যন্ত।

বিমা কোম্পানিগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থে‌কে বিকেল ৫টা পর্যন্ত। এছাড়া শেয়াবাজারে লেনদেন রমজানের আগের নিয়মেই চলবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।