শাহিনুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ এর প্রধান কর্মকর্তা নিযুক্ত

বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলামকে ডেপুটি গভর্নরের পদমর্যাদায় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর প্রধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) জনপ্রসন মন্ত্রণালয়ের চুক্তি শাখার উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে।
মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশোধিত ২০১৫ এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯ বিধি ২২ অনুযায়ী এই নিয়োগ দেয়া হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় দীর্ঘ চাকুরী জীবন শেষে সাহিনুল ইসলাম ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর এলপিয়ারে যান। এলপিআর শেষে স্বাভাবিক অবসর নেওয়ার নয় দিনের মাথায় তাকে আবার চুক্তিভিত্তিক গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দেয়া হয়।
বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে তিনি অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়।