ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত, আহত ২৭: স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দুপুর ১২টা ৩৯ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আত্মঘাতী হামলাকারী আদালত প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়ে বাইরে অবস্থানরত একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই
স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর প্রথম অগ্রাধিকার এখন হামলাকারীর পরিচয় শনাক্ত করা। ইসলামাবাদে আজকের হামলার পেছনে অনেক সংযোগ রয়েছে, আমরা শিগগিরই প্রমাণ উপস্থাপন করব। যেই জড়িত থাকুক না কেন, এমনকি অন্য দেশের নাগরিক হলেও কাউকে ছাড় দেওয়া হবে না।”
ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আদনান জানান, বিস্ফোরণের পর হাসপাতালে ১২টি মৃতদেহ আনা হয়েছে। মৃতদেহগুলো বর্তমানে মর্গে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ভারতের গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু
আইনজীবীদের সংগঠনগুলোর সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে কয়েকজন আইনজীবী রয়েছেন, যারা বিস্ফোরণের সময় আদালতের বাইরে তাদের মক্কেলদের সঙ্গে অবস্থান করছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও ঘোষণা দেন, “দুই সপ্তাহ পর থেকে ইসলামাবাদে কোনো যানবাহন ই-ট্যাগ ছাড়া প্রবেশ করতে পারবে না,”—নিরাপত্তা ব্যবস্থা জোরদারে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।





