বছরে ২ হাজার কর্মী নেবে দুবাই : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ন, ২৭ জুন ২০২৪ | আপডেট: ১২:৩২ অপরাহ্ন, ২৭ জুন ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি বছর সংযুক্ত আরব আমিরাত (UAE) বাংলাদেশ থেকে ১ হাজার ৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নিয়োগ করবে। আগামী বছর থেকে এই সংখ্যা বেড়ে প্রতি বছর ২ হাজারে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বৃহস্পতিবার (২৭ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাইফাসের সাথে বৈঠক করে এ তথ্য জানান।

আরও পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব

বৈঠকে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, "এ বছর আমরা ১ হাজার ৩০০ জন ট্যাক্সি ও মোটরসাইকেল চালক পাঠাচ্ছি। এর মধ্যে এক হাজার মোটরসাইকেল চালক। তাদের ২০০ করে পাঁচ মাস ধরে পাঠানো হবে। আরও ৩০০ ট্যাক্সি চালক যাবেন।"

তিনি আরও বলেন, "কমপক্ষে প্রতি বছর ২ হাজার করে মোটরসাইকেল ও ট্যাক্সি চালক যাবে। আশা করি এই সংখ্যা আরও বাড়বে।"

আরও পড়ুন: চলতি মাসে সরকারি চাকরিজীবীদের টানা তিন দিনের ছুটি

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেন, "দুবাইতে বাংলাদেশি ট্যাক্সি চালকের চাহিদা অনেক। সম্প্রতি ট্যাক্সি ও মোটরসাইকেল চালক খাতে বাংলাদেশ থেকে ৫০০ জন কাজে লেগেছে। প্রতিদিন প্রায় ১০০ জন নিয়োগ করা হচ্ছে।"

রাষ্ট্রদূত আরও বলেন, "এই বছর আমরা প্রায় ১ হাজার ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নিয়োগ করব। পরবর্তী বছরগুলোতে এই সংখ্যা ২ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। গত বছর দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে ২ হাজার ১০০ জন কর্মী নিয়োগ করেছে।"

ট্যাক্সি ও মোটরসাইকেল চালকদের বেতন সম্পর্কে রাষ্ট্রদূত আল হামুদি বলেন, "এই কর্মীরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন।"

বৈঠকে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাইফাসহ একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।