ঈদের ছুটি কাটিয়ে স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সড়ক ও নৌপথের পাশাপাশি রেল পথেও ফিরছেন তারা।
মঙ্গলবার (১০ জুন) ঈদের চতুর্থ দিন সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে দেখা গেছে, ফিরতি মানুষের আনাগোনা। তবে কোথাও তেমন ভিড় বা বিশৃঙ্খলা নেই। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছাচ্ছে, ট্রেনগুলোও সময়মতো স্টেশনে প্রবেশ করছে।
আরও পড়ুন: নিজ ঘরের সুরঙ্গে লুকিয়েও রক্ষা পেল না যুবলীগ নেতা
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঘুরে ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রীরা নির্বিঘ্নে ঢাকায় পৌঁছাতে পারছেন। পথে বড় কোনো যানজট নেই। ঢাকায় প্রবেশের গাজীপুর, আমিনবাজার, নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও যান চলাচল ছিল স্বাভাবিক। সাধারণত ঈদের পরদিন ও তৃতীয় দিন থেকেই ঢাকায় লোকজন ফিরতে শুরু করে। তবে এবার ঈদ পরবর্তী ছুটি লম্বা হওয়ায় এখনো চাপ বাড়েনি।
ঈদের ছুটি শেষ করে শেরপুর থেকে মহাখালী বার্স র্টামিনালে এসেছেন মো.রাজিব মিয়া। তিনি মগবাজারের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
আরও পড়ুন: বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার
রাজিব বলেন, ‘আমি ঈদের দুইদিন আগেই বাড়ি গিয়েছিলাম। ফেরার পথে কোনো জ্যাম পাইনি। ঈদের ছুটি শেষ করে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরেছি। সাধারণত ঈদের পর রাস্তায় অস্থিরতা থাকে, কিন্তু এবার দেখলাম পরিস্থিতি শান্ত। তাই আগামীকাল গাড়ির টিকিট পাওয়া বেশ কঠিন। তাই একদিন আগেই ঢাকা চলে আসলাম। আসতে কোনো ভোগান্তি হয়নি।’
সরকারি ছুটি আগামী ১৪ জুন পর্যন্ত হওয়ায় এখন পর্যন্ত রাজধানীমুখী যাত্রা রয়েছে স্বস্তিকর ও শৃঙ্খলাপূর্ণ।





