জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকছে না বিএনপি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের নেতৃত্বে হতে যাওয়া জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকছে না বিএনপি। দলটি নিজেরাই অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে এ নিয়ে প্রাথমিক আলাপ-আলোচনা সেরেছে।

দলটি মনে করছে, এটি অন্তবর্তী সরকারে পৃষ্ঠপোষকতায় ছাত্রদের একক ঘোষণাপত্র। এ প্রক্রিয়ার শুরু থেকে দায়সারা কাজ হয়েছে। যেখানে বিএনপির লড়াই-সংগ্রামের ইতিহাসকে কৌশলে আড়াল করার চেষ্টা চলছে। এক যুগের বেশি সময় ধরে দলটির নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্মুখে লড়াই করেছে; বহু প্রাণ দিয়েছে। বিএনপি সমমনা দল ও শরিকদের নিয়ে নিখুঁতভাবে ঘোষণাপত্র প্রণনয় করতে চায়। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি দলীয়ভাবে অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরি করবে। সে লক্ষ্যে আমাদের কাজ চলমান। আমরা এই বিষয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছি। সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন, তাদের মতামতও নেওয়া হবে। এটা করতে সময় লাগবে। তাড়াহুড়ো করার কিছু নেই।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিএনপি আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া পায়নি জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, একজন উপদেষ্টা আমাদের দলের মহাসচিবের হোয়াটঅ্যাপে খসড়া পাঠিয়েছেন। প্রথমত এটা কোনো অফিসিয়াল প্রক্রিয়া নয়। তবুও আমরা বিষয়টি আমলে নিয়ে আলোচনা করেছি। খসড়ায় অনেক বিষয় বাদ পড়েছে। সবকিছু অন্তর্ভুক্ত করা হয়নি। নিজেদের মতো করে প্রস্তুত করা হয়েছে। ঘোষণাপত্র এত প্রয়োজন ছিল কি? শুরু থেকে ঐক্যবদ্ধ প্রয়াস নিয়ে এটি করা হয়নি। কারা এগুলো করছে; এসবের নেপথ্যে কারা সাংবাদিকরা খুঁজে দেখুন।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, ছাত্রনেতারা এখন জামায়াতের স্টাইলে কথাবার্তা বলছে। তারা পুরোপুরি বিএনপিকে ঘায়েল করে, হেয়প্রতিপন্ন করে বত্তব্য দিচ্ছে। দেখে মনে হচ্ছে সরকার তাদের পৃষ্ঠপোষকতা করছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আন্দোলনের সব কৃতিত্ব ছাত্র ও জামায়াত নিতে চাচ্ছে। এমন হলে কারও জন্যই কল্যাণ কিছু বয়ে আনবে না। আমরা এখন যুগপৎ শরিকদের শক্তিশালী করছি। তাদের নিয়ে অভুত্থানের ঘোষণাপত্র তৈরি করা হবে। যেখানে যার যতটুকু অবদান তা উল্লেখ থাকবে।