সাংবাদিক হত্যার বিচার ও ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি আরইউজের

Sadek Ali
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:০০ পূর্বাহ্ন, ০২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারওয়ার সাগর ও মেহেরুন রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার এবং ওয়েজবোর্ড বাস্তবায়নসহ ৩৯ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

আরইউজের সভাপতি মুহা. আব্দুল আউয়ালের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব আরইউজের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সাবেক সভাপতি ও দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টিভির ব্যুরো প্রধান আহসান হাবিব অপু, আরইউজের সহ সভাপতি ও দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান মঈন উদ্দিন, আরইউজের সাবেক সহ সভাপতি দৈনিক দিনকালের ব্যুরো প্রধান আব্দুস সবুর, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভির সিনিয়র রিপোর্টার শ. ম. সাজু, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক ও মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদি হাসান শ্যামল, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাভিশনের পরিতোষ চৌধুরী আদিত্য, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রজব আলী।

আরও পড়ুন: দেখিয়েছে জরিনা সংসার করতে হবে সকিনার সাথে: হাসনাত আব্দুল্লাহ

আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের রাজশাহী ব্যুরো ডালিম হোসেন শান্ত, রাজশাহী কলেজ রিপোর্টাস ইউনিটির সভাপতি আবু সাঈদ রনি, রামেক রিপোর্টার্স ইউনিটির সভাপতি ডা. তারিক তুরান, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু, দৈনিক ইত্তেফাকের রাজশাহীর স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান ও সাংবাদিক মানবাধিকারকর্মী রাফসান আলম প্রমুখ। 

এ সময় সাংবাদিক নেতারা সকল সাংবাদিক হত্যার বিচারের দাবি জানান। এছাড়া নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজবোর্ড প্রস্তাবের দাবি তোলেন সাংবাদিক নেতারা।

আরও পড়ুন: যথাযোগ্য মর্যাদায় কাশিয়ানীতে জাতীয় সমবায় দিবস পালিত