সাভারে গণধর্ষণের শিকার এনজিও কর্মী, গ্রেপ্তার ১
ছবিঃ সংগৃহীত
ঢাকার সাভারে গণধর্ষণের শিকার এক তরুনী রাজাঘাট এলাকায়। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ওই তরুণী বাসায় ফেরার পথে দুই বখাটে জোর পূর্বক গণধর্ষণ করে বলে জানান পুলিশ।
সাভারের রাজাঘাট এলাকায় একটি এনজিও কর্মি (২২) সন্ধ্যায় বাসায় ফেরার পথে দেলোয়ার ও অনন্ত জোর করে ধর্ষণ করে পালিয়ে যায়। গতকাল শুক্রবার ওই তরুণী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিলে রাতেই মামলা দায়ের হয়।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
সাভার মডেল থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম সবুজ জানান, শনিবার দুপুরে অভিযান চালিয়ে ফুলবাড়িয়া থেকে প্রধান আসামী দেলোয়ার (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল রবিবার ধর্ষণ মামলার আসামী দেলোয়ার কে ঢাকার আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: বাড্ডায় বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার





