গুজবে কান না দেওয়ার আহ্বান বিমান বাহিনী প্রধানের
দেশের চলমান সংকট ও উত্তরার বিমান দুর্ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব বা অপপ্রচারে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ওসি নিয়োগের জন্য ১৩৬ পুলিশ পরিদর্শক একদিনে বদলি
“দুর্ঘটনাস্থলে অশান্তি বিরাজ করছে, এটা দুঃখজনক। এখানে লুকানোর কিছু নেই, কার কাছে লুকাবো? আমরা সবাই দেশের মানুষ,”— বলেন এয়ার চিফ।
তিনি আরও বলেন, "বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই গুজব ছড়িয়ে এই শক্তিকে দুর্বল করবেন না।"
আরও পড়ুন: নির্বাচনে মিসইনফরমেশন মোকাবেলায় টিকটকের সাথে সিআইডির শেয়ারিং উদ্যোগ
তিনি আশ্বস্ত করেন, বিধ্বস্ত বিমানের রক্ষণাবেক্ষণে কোনো ত্রুটি ছিল না। এ ধরনের যুদ্ধবিমানের “লাইফ টাইম” থাকে, আর তা রক্ষণাবেক্ষণ ও মেরামতের মাধ্যমে কার্যকর রাখা হয়।
বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “তদন্ত কমিটি দেখবে কি ভুল হয়েছিল, থাকলে ব্যবস্থা নেওয়া হবে।”
এয়ার চিফ মার্শাল আরও জানান, পাইলট তৌকির ইসলাম নিজের জীবন উৎসর্গ করে বিমানটিকে জনবসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করেন। তিনি একে “দেশপ্রেমিক আত্মত্যাগ” হিসেবে আখ্যা দেন।
এয়ার চিফ বলেন, “গতকাল থেকেই এই বিপদের সময়ে প্রধান উপদেষ্টা, উপদেষ্টারা, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনী, চিকিৎসক, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করেছে।"





