মঙ্গলবার উপদেষ্টা কমিটির বৈঠকে আসছে সিদ্ধান্ত

এবার তিন বিতর্কিত নির্বাচনের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

AK Azad
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১২:৫৮ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত

আগামী মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের নিয়োগ বদলি সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নেয়া হচ্ছে স্বৈরাচারীর শেখ হাসিনার সরকারের সময় করা তিন বিতর্কিত নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। ২০১৪ ভোটার বিহীন একদলীয়,  ১৮ সালের আলোচিত রক্তের ভোট ও ২০২৪ সালের ডামি নির্বাচনের সময় দায়িত্ব পালন করা এসপি ওসিদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালযে। উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজন অনুসারে তাদেরকে বাধ্যতামূলক অবসর, ও এস ডি, দুদকের অনুসন্ধানের পাশাপাশি পাসপোর্ট জব্দ করার উদ্যোগ নেয়া হবে।  

পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে চলবে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে।  ইতোমধ্যে ঐ তিন নির্বাচনের দায়িত্ব পালন করা পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মেট্রোপলিটন এলাকা দায়িত্ব পালন করা পুলিশ কমিশনার উপ-পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের বিষয়ে একটি তালিকা ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে সংগ্রহ করেছে। এক সময়ের দাপটি এই পুলিশ কর্মকর্তারা এখন খুবই আতঙ্কে দিন কাটাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায় এই তিন নির্বাচনের দায়িত্ব পালন করা বিপুলসংখ্যক পুলিশ কর্মকর্তা ইতোমধ্যে পালিয়ে গেছে। 

২০১৪ সালে নির্বাচন করা পুলিশ সুপাররা এখন ডিআইজিও অতিরিক্ত আইজিপির দায়িত্বে নিয়োজিত। ১৮ সালের পুলিশ সুপার দায়িত্ব পালন করা কর্মকর্তারা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত। আর ২০২৪ সালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এখনো পুলিশ সুপার পদে কর্মরত আছে। তাদের বেশিরভাগ কর্মকর্তায় সংযুক্ত এবং অনেকেই ছাত্র গণহত্যার মামলার আসামি। গত সপ্তাহে নির্বাচনে ডিসির দায়িত্ব পালন করা কর্মকর্তাদের ওএসডি ও বাধ্যতামূলক অবসর দেওয়ার পর পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে এসেছে। সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুক স্ট্যাটাসে ২০১৮ সালের রাতের ভোটের এসপিদের বিরুদ্ধে ও এস ডি ও বাধ্যতামূলক অবসরে দেয়ার বিষয়টি তুলে ধরার পর থেকে আলোচনায় এসেছে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হচ্ছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির বৈঠকে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদের ওএসডি ও বাধ্যতামূলক অবসরের পর পুলিশ কর্মকর্তাদের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে বৈঠক ডাকা হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উক্ত কমিটির একজন সদস্য। তার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি গুরুত্ব সহকারে উল্লেখ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও এখন স্পষ্ট হয়ে উঠে এসেছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানায় ১৪ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা এসপিদের অনেকেই অবসরে চলে গেছে। ইতিমধ্য অনেকে বাধ্যতামূলক অবসরে গেছে অনেকে পালিয়ে গেছে অনেককে সংযুক্ত করা হয়েছে। এখনো ১৫ জন কর্মকর্তা দাপটের সাথে দায়িত্ব পালন করছে। অপরদিকে ১৮ সালের দায়িত্ব পালন করা পুলিশ সুপাররা এখনো ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি। সংশ্লিষ্ট সূত্র জানায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার প্রক্রিয়া শুরু করেছে। যাদের বয়স চাকরিতে ২৫ বছরের কম তাদেরকে প্রথমে ওএসডি করা হবে। আর যাদের বয়স ২৫ বছরের বেশি তাদেরকে ২০১৮ সালের আইনে বাধ্যতামূলক অবসর দেয়া হবে। এছাড়াও তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও অবৈধ উপায়ে মানিলন্ডারি্ সহ সম্পদ অর্জনের অভিযোগে বিভিন্ন সংস্থাকে চিঠি দেয়া হবে। পাশাপাশি তাদের পলায়ন ঠেকাতে পাসপোর্ট জব্দ সহ বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিতর্কিত এই তিন নির্বাচনের সময়ে দায়িত্ব পালন করা পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কর্মকর্তারা আছেন আতঙ্কে। , রাতের ভোটে যারা কারচুপিতে জড়িত তাদের বিরুদ্ধে সাধারণ জনগণের ক্ষোভ ছিল। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই ক্ষোভ এখন প্রকাশ্যে। সরকারি এসব কর্মকর্তার বিরুদ্ধে অনেক তথ্য আয়কর গোয়েন্দাদের হাতে এসেছে।  তারা এখন যাচাই-বাছাই করে প্রয়োজনমতো ব্যবস্থা নেবে। বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ও দুদক গোয়েন্দারা তাদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছে।

তিন বিতর্কিত নির্বাচনের

২০১৪ সালে ভোটারবিহীন একদলীয় নির্বাচনে পুলিশ সুপার হলেন  ঢাকা জেলার হাবিবুর, গাজীপুর জেলায় আবদুল বাতেন, নারায়ণগঞ্জ জেলার সৈয়দ নুরুল ইসলাম, মানিকগঞ্জ জেলার বিধান ত্রিপুরা, নরসিংদী খন্দকার মহিত উদ্দিন, নেত্রকোনায় জাকির হোসেন খান, জামালপুর নজরুল ইসলাম শেরপুরে মেহেদি উল করিম ময়মনসিংহে মইনুল হক কিশোরগঞ্জ জানোয়ার হোসেন খান ফরিদপুরে জামিল হাসান গোপালগঞ্জে মিজানুর রহমান রাজবাড়ীতে রেজাউল হক, ব্রাহ্মণবাড়িয়া  মনিরুজ্জামান, ঝালকাঠিতে মজিদ আলী, পটুয়াখালীতে রফিকুল হাসান গনি, বরগুনায় শ্যামল কুমার নাথ, সিলেটে নুরে আলম মিনা, মৌলবীবাজারে তোফায়েল আহমেদ, সুনামগঞ্জে হারুন অর রশীদ এবং হবিগঞ্জে কামরুল আমীন।

২০১৮ সালে রাতের ভোট দেয়ার সাথে জড়িত এসপিরা হলেন- ২০১৮ সালের নির্বাচনকালীন সময়ে ঢাকা জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: শাহ মিজান শাফিউর রহমান,কুমিল্লা জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: সৈয়দ নূরুল ইসলাম, চাঁদপুর জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোঃ জিহাদুল কবীর জিবাদ, নারায়নগঞ্জ জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: হারুন অর রশিদ, নরসিংদী জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মিরাজ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোহাম্মদ নুরে আলম মিনা,ব্রাহ্মণবাড়িয়া জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: আনোয়ার হোসেন খান, বরগুনা জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মারুফ হোসেন,বাগেরহাট জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: পঙ্কজ চন্দ্র রায়, চুয়াডাঙ্গা জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোঃ মাহবুবুর রহমান,বগুড়া জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার:আলী আশরাফ ভূঁইয়া,কক্সবাজার জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: এ বি এম মাসুদ হোসেন, বরিশাল জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: সৈয়দ আবু সায়েম, ফরিদপুর জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোঃ জাকির হোসেন খান, ফেনী জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: এস. এম জাহাঙ্গীর আলম সরকার, গাইবান্ধা জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: আবদুল মান্নান মিয়া, গাজীপুর জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: সামসুন্নাহার,গোপালগঞ্জ জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: সাঈদুর রহমান খান, হবিগঞ্জ জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: বিধান ত্রিপুরা বিষাণ, জয়পুরহাট জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোঃ রশীদুল হাসান, জামালপুর জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: দেলোয়ার হোসেন, যশোর জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার:মোঃ মঈনুল হক, ঝালকাঠি জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোঃ জুবাযেদুর রহমান, ঝিনাইদহ জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোঃ হাসানুজ্জামান, খাগড়াছড়ি জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মো: আহমার উজ্জামান, খুলনা জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: এস এম শফিউল্লাহ, কিশোরগঞ্জ জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মাশরুকুর রহমান খালেদ, কুড়িগ্রাম জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোঃ মেহেদুল করিম, কুষ্টিয়া জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: এস এম তানভীর আরাফাত, লক্ষ্মীপুর জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: আসম মাহাতাব উদ্দিন, লালমনিরহাট জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: এস এম রশিদুল হক, মাদারীপুর জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার:মোহাম্মদ সরোয়ার হোসেন, মাগুরা জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার : খান মোহাম্মদ রেজওয়ান, মানিকগঞ্জ জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: রিফাত রহমান শামিম, মেহেরপুর জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোস্তাফিজুর রহমান, মৌলভীবাজার জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোঃ শাহ জালাল, মুন্সিগঞ্জ জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোহাম্মদ জায়েদুল আলম ফুয়াদ, ময়মনসিংহ জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোঃ শাহ আবিদ হোসেন,নওগাঁ জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোঃ ইকবাল হোসেন, ভোলা জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোঃ মোকতার হোসেন, বান্দরবান জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: জাকির হোসেন মজুমদার, নাটোর জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার:বিপ্লব বিজয় তালুকদার, চাপাইনবাবগঞ্জ জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: এ টি এম মোজাহিদুল ইসলাম, নেত্রকোনা জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: জয়দেব চৌধুরী, নীলফামারী জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোহাম্মদ আশরাফ হোসেন, নোয়াখালী জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মো: ইলিয়াছ শরীফ, নড়াইল জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোহাম্মদ জসিম উদ্দিন, পাবনা জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোঃ শেখ রফিকুল ইসলাম, পঞ্চগড় জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার:মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, পটুয়াখালী জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোঃ মইনুল হাসান, পিরোজপুর জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোহাম্মদ সালাম কবির, রাজবাড়ী জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: আসমা সিদ্দিকা মিলি, রাজশাহী জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার:মোঃ শহিদুল্লাহ, রংপুর জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মিজানুর রহমান, রাঙ্গামাটি জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোহাম্মদ আলমগীর কবীর, সাতক্ষীরা জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোঃ সাজ্জাদুর রহমান, শরীয়তপুর জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার, আব্দুল মোমেন, শেরপুর জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: কাজী আশরাফুল আজীম, সিলেট জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার মহোদয়: মোঃ মনিরুজ্জামান, ঠাকুরগাঁও জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: মোহাম্মদ মনিরুজ্জামান, টাঙ্গাইল জেলায় দায়িত্বপালন করা পুলিশ সুপার: সঞ্জিত কুমার রায়।

২০২৪ সালে রাতের ভোট দেয়ার সাথে জড়িত এসপিরা হলেন- পঞ্চগড়ের এস এম সিরাজুল হুদা, ঠাকুরগাঁওয়ের উত্তম প্রসাদ পাঠক, দিনাজপুরে শাহ ইফতেখার আহমেদ, নীলফামারীতে মোহাম্মদ গোলাম সবুর, লালমনিরহাটে মোহাম্মদ সাইফুল ইসলাম, রংপুরে মো. ফেরদৌস আলী চৌধুরী, গাইবান্ধায় মো. কামাল হোসেন, জয়পুরহাটে মোহাম্মদ নূরে আলম, বগুড়ায় সুদীপ কুমার চক্রবর্তী, চাঁপাইনবাবগঞ্জে মো. ছাইদুল হাসান, নওগাঁ মুহাম্মদ রাশিদুল হক, রাজশাহীতে মো. সাইফুর রহমান, নাটোরে মো. তারিকুল ইসলাম, সিরাজগঞ্জে মো. আরিফুর রহমান, পাবনায় মো. আকবর আলী মুনসী, মেহেরপুর জেলায় নাজমুল হক, কুষ্টিয়ায় এ এইচ এম আবদুর রকিব, চুয়াডাঙ্গায় আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহে মো. আজিম-উল-আহসান, নড়াইলে মোসা. সাদিরা খাতুন, বাগেরহাটে আবুল হাসনাত খান, খুলনায় মোহাম্মদ সাঈদুর রহমান, সাতক্ষীরা মতিউর রহমান সিদ্দিক, বরগুনায় মো. আবদুস ছালাম, টুয়াখালীতে মো. সাইদুল ইসলাম, ভোলায় মো. মাহিদুজ্জামান, বরিশালে ওয়াহিদুল ইসলাম, ঝালকাঠিতে মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিরোজপুর জেলায় শরিফুল ইসলাম, গোপালগঞ্জে আল-বেলী আফিফা, মাদারীপুরে মো. মাসুদ আলম, শরীয়তপুরে মো. মাহবুবুল আলম, ফরিদপুরে মো. শাহজাহান, রাজবাড়ীতে জি এম আবুল কালাম আজাদ, মানিকগঞ্জে মোহাম্মদ গোলাম আজাদ খান, মুন্সীগঞ্জে মোহাম্মদ আসলাম খান, নরসিংদীতে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জে গোলাম মোস্তফা রাসেল, ঢাকা জেলায় মো. আসাদুজ্জামান, গাজীপুরে কাজী শফিকুল আলম, টাঙ্গাইলে সরকার মোহাম্মদ কায়সার, জামালপুরে মো. কামরুজ্জামান, শেরপুরে মোনালিসা বেগম, নেত্রকোনায় মো. ফয়েজ আহমেদ, কিশোরগঞ্জে মোহাম্মদ রাসেল শেখ, সুনামগঞ্জে মোহাম্মদ এহসান শাহ, সিলেটে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মৌলভীবাজারে মো. মনজুর রহমান, হবিগঞ্জ জেলায় আক্তার হোসেন , ব্রাহ্মণবাড়িয়ায় সাখাওয়াত হোসেন,  ও বগুড়ায় জাকির হোসেন জাকির হোসেন, নোয়াখালী মো: আসাদুজ্জামান।