বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ উল্লাহ’র মৃত্যুতে ‘আমরা বিএনপি পরিবার’-এর শোক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:১৪ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ’র বাবা বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘আমরা বিএনপি পরিবার’। আজ শনিবার সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করেন ।

শোক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে মরহুম মাহমুদ উল্লাহ শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে একটা শিক্ষিত জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো ৷ শোক বার্তায় ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহর কাছে তারা প্রার্থনা করেন, তিনি যেনো মরহুম মাহমুদ উল্লাহকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন ৷

আরও পড়ুন: জাতীয় পার্টি ও গণঅধিকার সংঘর্ষের নেপথ্যে কী

আজ শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ উল্লাহ চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার কমফোর্ট হাসপাতালে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন ৷

মরহুম মাহমুদ উল্লাহ পেশাগত জীবনে রাজধানী ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ও এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ।

আরও পড়ুন: ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে : প্রেস সচিব