ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প: নিউইয়র্ক টাইমস

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:৩৫ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলতি বছরের শেষের দিকে নির্ধারিত ভারত সফরের পরিকল্পনা আপাতত নেই। ভারতের আয়োজনে কোয়াড শীর্ষ সম্মেলনে তাঁর যোগ দেওয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসছেন ট্রাম্প—এমন দাবি করেছে নিউইয়র্ক টাইমস।

শনিবার (৩০ আগস্ট) প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, গত ১৭ জুন ফোনালাপে ট্রাম্প মোদিকে জানালেও শরতের সফরসূচি এখন আর কার্যকর নেই। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভারতের কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮

প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরদিনই কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজন করেছিল ট্রাম্প প্রশাসন। সেই বৈঠকেই ভারতের মাটিতে শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত হয়।

কিন্তু সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, পাকিস্তান-ভারত সংঘাত থামাতে ট্রাম্পের মধ্যস্থতার দাবি নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন মোদি। গত ১৭ জুনের ৩৫ মিনিটের ফোনালাপে দুই নেতার সম্পর্ক আরও তিক্ত হয়।

আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল

এ ছাড়া ভারতের পণ্যে ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত ৫০ শতাংশ শুল্কও দ্বিপাক্ষিক সম্পর্কে অস্বস্তি বাড়িয়েছে। গত বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এই শুল্কই সম্পর্ক অবনতির বড় কারণ হিসেবে চিহ্নিত করেছে নিউইয়র্ক টাইমস।