ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা ইউএনও অফিসের সামনে সাটানো আছে সিটিজেন চার্টার। আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে প্রায় দেড় বছর। পতনের দেড় বছরেও সরানো হয়নি সাবেক উপজেলা চেয়ারম্যান এর মোবাইল নম্বর ও তার ইমেইল। সিটিজেন চার্টারে উল্লেখ রয়েছে— চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। সেখানে মোবাইল নম্বর হিসেবে দেওয়া আছে ০১৭১১-৮২০৪৩৬ এবং ইমেইল ঠিকানা hanifmunshi@gmail.com, যা আওয়ামী লীগ মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সীর নামে ব্যবহৃত বলে জানা গেছে।
সোমবার (১২ জানুয়ারি) আশুগঞ্জ উপজেলা পরিষদে দেখা যায় এমনই চিত্র।
আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ
অপরাজিত ২০২৪ ফাউন্ডেশন চট্টগ্রাম ডিভিশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জুলাই যুদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ২০২৪ গণঅভ্যুত্থানে বাংলাদেশে নিঃস্বার্থ যারা জীবন দিয়েছিল তাদের রক্তের উপরে দাড়িয়ে যারা স্বৈরাচারের পথে অবলম্বন করছে এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত আশুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হানিফ মুন্সী এর নাম ব্যবহার করে এখনো উপজলা চলছে এবং আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া মহোদয়ের উক্ত বিষয়টি নজরে আসেনি এ বিষয়টি নিয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।
তিনি তীব্র নিন্দা জানিয়ে বলেন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে যেন উক্ত উপজেলা থেকে বদলি করার। এই বিষয়টি ইউএনও এর কাছে নাকি ছোট বিষয় মনে হয়।
আরও পড়ুন: তারেক রহমানের হস্তক্ষেপে ব্রাহ্মণবাড়িয়ার দুইটি আসনের সমস্যা সমাধান
সিরাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, এ বিষয়টি আমাদেরকে পীড়া দেয় কারণ আমরা আহত হয়েছি। আমাদেরকে তাদের নেতৃত্ব পুলিশ গুলি করেছে। আমাদের অনেক ভাই, অনেক বোন শহীদ হয়েছে। শহীদের মর্যাদা যারা দিতে জানে না তাদের চাকুরী করার যোগ্যতা নাই।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইজি একটি বিষয়। এটি কাহারো চোখে পড়েনি। এটি চেইঞ্জ করে দেব।লেখাটি পুনরায় নিউজ আকারে লিখে দিন এবং মেটা টাইটেল,কীওয়ার্ড,ডেসক্রিপশন, হ্যাস ট্যাগ





