বাতিল শত শত ফ্লাইট

ভারি তুষারপাতের তাণ্ডব ইউরোপজুড়ে, নিহত ৬

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:২৫ পূর্বাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপের বিভিন্ন দেশে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। একই সঙ্গে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে আকাশ ও স্থল যোগাযোগ।

ইউরোপজুড়ে চলমান তীব্র শীত ও ভারি তুষারপাত জনজীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। ফ্রান্সে পৃথক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় বরফে ঢাকা সড়কে দুটি আলাদা দুর্ঘটনায় প্রাণ হারান তিনজন। এছাড়া প্যারিস ও আশপাশের এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন।

আরও পড়ুন: ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ ‘অনির্দিষ্টকালের জন্য’ যুক্তরাষ্ট্রের হাতে

পুলিশ জানায়, পূর্ব প্যারিসে একটি ভারি পণ্যবাহী যানবাহনের সঙ্গে সংঘর্ষে একজনের মৃত্যু হয়। অন্য ঘটনায়, তুষারপাতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাক্সি ফুটপাতে ধাক্কা দিয়ে মার্ন নদীতে পড়ে গেলে প্রাণ হারান আরও একজন।

বলকান অঞ্চলও তুষারপাতের প্রভাব থেকে রেহাই পায়নি। বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে ভেজা তুষারের ভারে একটি গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুন: মার্কিন হামলায় নিহত শতাধিক: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

তীব্র আবহাওয়ার প্রভাবে ইউরোপজুড়ে আকাশপথে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ফ্রান্সের প্যারিস ও নেদারল্যান্ডসের আমস্টারডাম বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হাবে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন, যাদের অনেকেই সংযোগ ফ্লাইটে উঠতে পারেননি।

ফ্রান্সের পরিবহণমন্ত্রী ফিলিপ তাবারো জানিয়েছেন, মঙ্গলবার রাত ও বুধবার দেশটির বিভিন্ন এলাকায় আরও তুষারপাতের আশঙ্কা রয়েছে। তিনি নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং সম্ভব হলে বাসা থেকে কাজ করার আহ্বান জানান।

ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, বুধবার কালো বরফ ও তুষারপাতের ঝুঁকিতে দেশটির ৩৮টি জেলা উচ্চ সতর্কতার আওতায় থাকবে। এরই মধ্যে বহু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। রানওয়ে পরিষ্কারের জন্য বুধবার সকাল কয়েক ঘণ্টার জন্য রুয়াসি-শার্ল দ্য গল বিমানবন্দরের প্রায় ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করা হবে। অরলি বিমানবন্দরেও প্রায় এক-চতুর্থাংশ ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।

নেদারল্যান্ডসের স্কিপহোল বিমানবন্দরে পরিস্থিতি আরও জটিল। বুধবার সেখানে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ডাচ সম্প্রচারমাধ্যম এনওএস জানিয়েছে, পরবর্তীতে আরও প্রায় ৬০০ ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডাচ এয়ারলাইন কেএলএম। সংস্থাটি জানিয়েছে, বরফ গলানোর তরল ঘাটতির কারণে ফ্লাইট পরিচালনায় সমস্যা হচ্ছে।

আমস্টারডাম থেকে নরওয়ের উদ্দেশ্যে যাত্রা করতে আসা স্পেনের যাত্রী হাভিয়ের সেপুলভেদা বলেন, বিমানবন্দরের পরিস্থিতি ছিল সম্পূর্ণ অরাজক। তিনি জানান, সহায়তা ডেস্কে ছয় ঘণ্টা অপেক্ষা করেও কোনো অগ্রগতি হয়নি।

এদিকে তুষারপাতের প্রভাবে রেল যোগাযোগেও মারাত্মক বিঘ্ন ঘটে। নেদারল্যান্ডসে আইটি ত্রুটির কারণে মঙ্গলবার সকালে সাময়িকভাবে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে কিছু ট্রেন চললেও দিনভর বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটে। আমস্টারডাম-প্যারিস ইউরোস্টার ট্রেনগুলোও বাতিল বা বিলম্বিত হয়।

আবহাওয়াবিদরা সতর্ক করছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।