তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ছবিঃ সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
দুজনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। তবে সাক্ষাতে কী নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সে বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
আরও পড়ুন: তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত





