গজারিয়াতে সেনাবাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ আটক ৪

Sadek Ali
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫৩ পূর্বাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়াতে সেনাবাহিনীর অভিযান চালিয়ে ৫২০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ৫ টি দেশীয় অস্ত্র ও ৩ টি মোবাইল ফোনসহ ৪ জনকে আটক। মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর রাতে জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বড়কান্দি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনীর টিম। এ অভিযান পরিচালনা করা হয় সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে। 

আরও পড়ুন: কুলাউড়া সরকারি কলেজে পুনর্মিলনীর প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

অভিযান চালিয়ে ওই এলাকার বাদশা মিয়া (৩৮), মো. শহিদ (৩৫), আলমগীর (৪৫) ও আবদুল মান্নান (৩৫) নামে আটক করা হয়। আটক ব্যক্তিদের ও উদ্ধার করা মাদক ও অস্ত্রসহ আইনগত প্রক্রিয়ার জন্য গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও এয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতা, নাশকতা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মুন্সীগঞ্জ জেলাতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার