সিলেট স্টেডিয়ামে বিসিবির দুর্বল ব্যবস্থাপনা, গেট ভেঙে ঢুকলো দর্শকরা

AK Azad
সিলেট ব্যুরো
প্রকাশিত: ৭:৪৩ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:৪৩ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচ শুরুর চার ওভারের মাথায় সিলেট স্টেডিয়ামের তিন নম্বর গেট ভেঙে ঢুকে পড়ে সিলেটের ক্রিকেট প্রেমী দর্শকরা। 

ম্যাচ শুরু হওয়ার পরও গ্যালারির অনেক চেয়ার ছিল ফাঁকা। কারণ, সময়মতো গ্যালারিতে দর্শক ঢুকতে না পারা। দর্শকদের প্রবেশের জন্য গেটগুলোয় যে ব্যবস্থাপনা ছিল তাতে অপেক্ষমাণ লাইন ছিল লম্বা। অধৈর্য হয়ে একদল দর্শক গেট ভেঙে ঢুকে পড়ে স্টেডিয়ামে। টিকিট হাতে থাকা দর্শকদের সাথে টিকিট ছাড়াও অনেকে দর্শক ঢুকে পড়তে দেখা গেছে।

গেটে দায়িত্ব পালন করা এক নিরাপত্তাকর্মী বলেন, ‘তিন নম্বর গেট ভেঙে অনেকে স্টেডিয়ামে ঢুকে পড়ে। নিরাপত্তা ব্যবস্থার এমন দুর্বল অবস্থা নিয়ে অনেকে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। 

গেট ভাঙার পর স্টেডিয়ামের পুর্বের গ্যালারি দর্শকে ভরে যায়। তবে খেলা শুরু থেকে শেষ পর্যন্ত পশ্চিম গ্রীন গ্যালারি বেশিরভাগ জায়গা ছিলো ফাঁকা। 

সাধারণ ক্রিকেট প্রেমীদের অভিযোগ, তারা অনলাইনে টিকিট কিনতে চাইলেও টিকেট পায়নি। অথচ গ্যালারির অর্ধেক সিট ছিল ফাঁকা। তাহলে অনলাইনের টিকিট কোথায় গেল বলে দর্শকদের অভিযোগ।

একদিকে রাস্তায় দীর্ঘ ট্রাফিক জ্যাম অন্যদিকে 
স্টেডিয়ামে ঢুকতে এসে টিকিট স্কেন বিড়ম্বনায় পড়েন ক্রিকেট সমর্থকরা। অনলাইনে অনেকে টিকিট কিনলেও স্টেডিয়ামের প্রবেশ মুখে স্কেনারে টিকেটের কোন অস্তিত্ব পাওয়া যায়নি।

এশিয়া কাপের আগে বাংলাদেশ- নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজ নিয়ে সিলেটে আগে থেকেই উম্মাদনা ছিল চরমে। বিসিবি দায়িত্বশীলরা গণমাধ্যমে নানা ধরনের বক্তব্য দিলেও বাস্তবে দেখা গেলো উল্টো। এ বিষয়ে দায়িত্বশীল কোন মন্তব্য পাওয়া যায়নি বিসিবি কর্মকর্তাদের কাছ থেকে।