হামলায় আহত নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার (৩০ আগস্ট) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, হামলায় আহত নুরের শারীরিক অবস্থা জানতে খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: পূর্বঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
শায়রুল আরও বলেন, খালেদা জিয়া এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটিকে অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয় উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি নুরুল হক নুরের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
এসময় বিএনপি চেয়ারপারসন নুরের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে তার জন্য দোয়া করেন।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল