পুলিশের গাড়িতে হামলা করে শীর্ষ সন্ত্রাসী সুমনকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

Sadek Ali
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৪৬ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে শ্রীপুরে পুলিশের উপর কয়েক দফা হামলা চালিয়ে শ্রীপুরের শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার এক আসামীকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা থানা ও গোয়েন্দা পুলিশের দুটি গাড়িতে হামলা চালায়, হামলায় পুলিশের সাত সদস্য আহত হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন এস আই নাজমুল ইসলাম,  এ এস আই শহিদুল ইসলাম, এ এস আই এমদাদ সহ আরও কয়েকজন।

আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি

বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীপুরের  পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায় এঘটনা ঘটে।

সুমন মিয়া উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ

আহত পুলিশ সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেল শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সুমন মিয়াকে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ। আটক সুমনকে নিয়ে পুলিশ সদস্যরা রওনা হলে প্রথমে বরমীতে হামলা চালিয়ে সুমনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে বর্থ্য হলে পরবর্তীতে তালতলী গ্রামের সিসিডিবি এলাকায়, পরে টেংরা ডিবার পাড় এলাকায় হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরে পুলিশ আটক সুমনকে নিয়ে শ্রীপুরের টেংরা রাস্তা মোড় এলাকায় আসলে ৮/১০টি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হামলা পুলিশকে মারধর করে আটক আসামী সুমনকে ছিনিয়ে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘জেলা গোয়েন্দা পুলিশসহ ত্রিমোহনী ব্রিজ এলাকা থেকে সন্ধ্যা ৭টার দিকে জনতার হাতে আটক শীর্ষ সন্ত্রাসী সুমনকে উদ্ধার করি। সুমনের সহযোগীরা কয়েক দফা হামলা করে তাকে ছিনিয়ে নেয়। হামলায় পুলিশের কয়েক সদস্য আহত হয়েছে। সুমন ও তার সহযোগীদের গ্রেপ্তার অভিযান চলছে।’