সোনাতলা থানার ওসি দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগে ক্লোজ

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:১৩ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবীকে দায়িত্ব কর্তব্য পালনে অবহেলা ও দুর্নীতির অভিযোগে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। বর্তমানে তাকে সংযুক্ত করা হয়েছে বগুড়ার পুলিশ লাইন অফিসের ওআর শাখায়।

উক্ত আদেশে গত বৃহস্পতিবার (২৮শে আগস্ট) রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে জারি করা হয়। এঅফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয় এবং গত শনিবার (৩০শে আগস্ট) কার্যকরী বিধি ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনের সময় ওসি মিলাদুন নবী ধর্তব্য অপরাধে মামলা রুজু না করে আইন লঙ্ঘন করেছেন।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

এছাড়াও অপরাধীদের ব্যবহৃত একটি পুলিশ কালারের পিক-আপ ভ্যান (ঢাকা মেট্রো ২-১৪-৪১৩৭) শনাক্তে বিআরটি এর সঙ্গে পত্রালাপ না করে দায়িত্বে অবহেলা করেছেন ওসি মিলাদুন নবী। একই সাথে গুরুত্বপূর্ণ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ব্যর্থতা এবং পুলিশ ক্লিয়ারেন্স প্রদানের ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে তাকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত আদেশে বলা হয়। যার স্মারকনং-৪৪.০১.০০০০.০১২১৯০০৫২৫৯১২/১ (১৫০) অনুযায়ী এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট দপ্তর গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এতে অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী জানায় যে, আমি আমার উপর অর্পিত দায়িত্ব আইনানুযায়ী পালন করেছি এবং ভবিষ্যতেও করবো। এসময় প্রত্যাহারের (ক্লোজ) বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি সম্পূর্ণ পুলিশ ডিপার্টমেন্টের বিষয়।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

এবিষয়ে বগুড়া পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা প্রত্যহারের (ক্লোজ) বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন যে, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী'র বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া যায়। পুলিশ হেড কোয়ার্টারের একটি আদেশে তাকে বগুড়া পুলিশ লাইন অফিসে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন বলে জানান তিনি।