কালিয়াকৈরে ইশরাক সিদ্দিকীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

গাজীপুর-১ আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনে বিরোধিতা করার প্রতিবাদে আজ কালিয়াকৈরে জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক সিদ্দিকীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।
জানা গেছে, গতকাল নির্বাচন কমিশনে গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের সীমানা নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে গাজীপুর-১ আসনটি কালিয়াকৈর উপজেলা ও পৌর নিয়ে গঠনের দাবি জানানো হয়। কিন্তু কালিয়াকৈরের বাসিন্দা হয়েও রহস্যজনকভাবে এর বিরোধিতা করেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরি ইশরাক আহমেদ সিদ্দিকীর পক্ষে একজন আইনজীবী। এ সময় ইশরাক সিদ্দিকীও উপস্থিত ছিলেন। তার আইনজীবী গাজীপুর-১ আসনের স্বতন্ত্র সীমানা অর্থাৎ শুধু কালিয়াকৈর উপজেলা ও পৌর নিয়ে একটি আসনের বিরোধিতা করেন।
আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি
এ নিয়ে কালিয়াকৈরবাসী ও নেতাকর্মীরা হতবাক হয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান গাজীপুর-১ আসনটি শুধুমাত্র কালিয়াকৈর উপজেলা ও পৌর এলাকা নিয়ে গঠন করার দাবি জানান।
মেয়র মজিবুর রহমানের আইনজীবী শুনানিতে বলেন, যেহেতু কাপাসিয়া, কালিগঞ্জ একটি উপজেলা নিয়ে একেকটি সংসদীয় আসন গঠিত, তিনি কালিয়াকৈরেও উপজেলা ও পৌর নিয়ে একটি আসনের সীমা নির্ধারণ চান। মজিবুর রহমান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ১২টি ওয়ার্ড গাজীপুর-১ আসনের অন্তর্ভুক্ত থাকলে এলকাবাসীর নানা সমস্যা হবে। তাদের কাজকর্মসহ সব গাজীপুর শহর কেন্দ্রিক।
আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ
শুনানিতে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের আইনজীবীও এটি সমর্থন করেন। এছাড়া গাজীপুর সিটির সংশ্লিষ্ট বাসিন্দারাও চান তারা শহরের সঙ্গে সংযুক্ত থাকতে। তারা সংসদীয় আসন গাজীপুর-২-এর সাথে কাশিমপুর ও কোনাবাড়ির অংশ ঢুকানোর দাবি জানান।
কিন্তু ইশরাক সিদ্দিকীর আইনজীবীর বক্তব্যে কালিয়াকৈরজুড়ে ক্ষোভ বিরাজ করছে। আজ কালিয়াকৈর উপজেলা ও পৌর এলাকায় ইশরাক সিদ্দিকীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে। এ সময় তারা তার বিরুদ্ধে নানা শ্লোগান দেয়।