ছয় মাস সাজা শেষে ভারতীয় নাগরিককে স্থলবন্দর দিয়ে ফেরত পাঠানো হলো

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ছয় মাস কারাভোগের পর শফিউদ্দিন মিয়া (৫০) নামের এক ভারতীয় নাগরিককে তার দেশে ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) ও বিএসএফ (ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী) সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি
ফেরত পাঠানো ভারতীয় নাগরিক শফিউদ্দিন মিয়া পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার উছল পুকুরী গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার জহর উদ্দিনের ছেলে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে শফিউদ্দিন মিয়া অবৈধভাবে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। পরে পাটগ্রাম থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এরপর তিনি লালমনিরহাট জেলা কারাগারে সাজা ভোগ করেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ
বুধবার (২৭ আগস্ট) শফিউদ্দিন মিয়া কারাভোগ শেষে লালমনিরহাট জেলা কারাগার থেকে মুক্তি পান। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, “আইনানুগ প্রক্রিয়া শেষে ভারতীয় ওই নাগরিককে তাদের ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”
এই ঘটনার মধ্য দিয়ে দুই দেশের সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা ও সৌহার্দ্যের বহিঃপ্রকাশ ঘটেছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।