সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি

Sanchoy Biswas
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:৪২ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা তালায় মৎস্য ঘেরের আইলে সবজি আর নিচে পানিতে মাছ। এ যেন মাছ ও সবজিতে একাকার হয়ে গেছে। ক্রমেই বাড়ছে সমন্বিত এই চাষ পদ্ধতি। ফলে ঘেরের আইলে মাচা পদ্ধতিতে সবজি চাষে যেমন দেখা দিচ্ছে সম্ভাবনার হাতছানি তেমনি স্বাবলম্বী হচ্ছে শতশত পরিবার। সাতক্ষীরা জেলার তালা উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দু’পাশে চোখে পড়বে নয়নাভিরাম এমন সবুজ দৃশ্য। এতে একই জমির বহুমুখী ব্যবহারে কৃষকদের আয় যেমন কয়েক গুণ বেড়েছে তেমনি দেশের সবজির চাহিদা মেটাতে ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে তালা উপজেলার কৃষকরা রাখছে গুরুত্বপূর্ণ অবদান।

এ প্রসঙ্গে তালা উপজেলার কৃষি সম্প্রসারণ থেকে জানা গেছে, উপজেলায় সরুলিয়া ও নগরঘাটা ইউনিয়ন ও পার্শ্ববর্তী ইউনিয়নসমূহে ব্যাপকভাবে চাষ হচ্ছে। উপজেলা জুড়ে ২৭৬ হেক্টর জমিতে এমন সমন্বিত চাষ হয়েছে। এই সবজি সম্পূর্ণ ভেজালমুক্ত। মৎস্য ঘেরের আইলের উপর এমন সবজি চাষ খুব লাভজনক।

আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ

সরেজমিনে ঘুরে দেখা গেছে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক সংলগ্ন তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি, নগরঘাটা, শাকদাহ বিলে শত শত হেক্টর মৎস্য ঘেরের আইলের চারপাশে মাচা পদ্ধতিতে করা হয়েছে এমন সবজি ও মাছের চাষ। প্রতিটি মৎস্য ঘেরের আইলের উপর মাচা পদ্ধতিতে লাউ, কুমড়া, করলা (উচ্ছে), কুশি, খিরাই, বেগুন, পুঁইশাক, বরবটি, ধুন্দুল, ঝিঙে ও লালশাক চাষে বাম্পার ফলনের দেখা দিয়েছে। মাচায় ঝুলছে হাজার হাজার করলা, শত শত লাউ ও কুমড়া। একই সঙ্গে ঘেরের বেড়িবাঁধে লাগানো হয়েছে পুঁইশাক ও ঢেঁড়স। উল্লেখযোগ্য কিছু মৎস্য ঘেরের বেড়িবাঁধের উপর তরমুজ চাষে সফলতার গল্পও আছে। কয়েক বছর ধরে এই এলাকায় গড়ে উঠেছে সফলতার নবদিগন্ত।

পাটকেলঘাটা এলাকার কৃষক শাহিনুর রহমান জানান, ৫ বিঘা মৎস্য ঘেরে মাচা পদ্ধতিতে লাউ, কুমড়া ও করলা চাষ করেছেন। মাঘ মাস পর্যন্ত এভাবেই মাছের পাশাপাশি সবজি উৎপাদন চলবে। পানি শুকিয়ে গেলে ধান রোপণ করা হবে।

আরও পড়ুন: শ্রীমঙ্গলে রঙিন আলপনা সজ্জিত সড়ক: পর্যটন ও সৌন্দর্য বৃদ্ধির নতুন দৃষ্টান্ত

তিনি আরো জানান, তার ৫ বিঘা জমির ঘেরে নেট, বাঁশ ও কটসুতা দিয়ে মাচা তৈরিতে ছয় হাজার টাকা খরচ হয়েছে। এখানে উৎপাদিত সবজি বিক্রিতে আয় এক লাখ টাকা ছাড়িয়েছে। কয়েক বছর ধরে মাচা পদ্ধতিতে ফসল উৎপাদনকারী লালন কুন্ড বলেন, মাচা তৈরিতে খরচ প্রতিবছর হয় না, দুই-তিন বছর পরপর মাচা তৈরি করতে হয়। এতে লাভের পরিমাণ কয়েক গুণ বাড়ে। এছাড়া পার্শ্ববর্তী সফল মৎস্যচাষি মুক্তি বিশ্বাস, মনির হোসেন, স্বপন, মইতোষ, অসিত কুমার মণ্ডল, তবিবুর, আরমান হোসেনের ঘেরসহ যতদূর দু’চোখ যায় শুধু সবুজ আর সবুজের সমারোহ প্রকৃতিকে যেন মনোরম দৃশ্য উপহার দিচ্ছে। প্রত্যেকের ঘেরের মাচায় ঝুলছে করলা, লাউ ও কুমড়া।

এতে করে সাতক্ষীরা জেলার তালা উপজেলার কৃষকরা ঘেরের আইলের মাচা পদ্ধতিতে চাষাবাদে কৃষিতে বিপ্লব সৃষ্টি করছে।

এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, সমন্বিত পদ্ধতিতে ঘেরের আইলে সবজি ও নিচে মাছ চাষের জন্য মৎস্য ঘের চাষীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় তালা উপজেলার বেশ কিছু এলাকায় সমন্বিত এ চাষ শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে সহকারী কৃষি কর্মকর্তারা সর্বক্ষণ তদারকি করছেন বলে জানান।