ওয়েস্টিন হোটেলে মার্কিন নাগরিকের রহস্যজনক মৃত্যু

রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলের একটি আবাসিক কক্ষ থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু রহস্যজনক বলে জানা গেছে।
রোববার (৩১ আগস্ট) বেলা ১২:৪০ ঘটিকা (আনুমানিক) গুলশানস্থ হোটেল ওয়েস্টিনে (কক্ষ নং- ৮০৮) অবস্থানরত মার্কিন নাগরিক Mr. Terrence Jackson (Passport No: 565805930) মৃত্যুবরণ করেন মর্মে জানা যায়। মার্কিন দূতাবাসের চিকিৎসকসহ মার্কিন দূতাবাসের ৪-৫ জন কর্মকর্তা উক্ত হোটেলের ৮০৮ নম্বর কক্ষে মৃত্যুর কারণ পর্যবেক্ষণ করছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। বর্তমানে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থলে অবস্থান করছেন এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি
তিনি গত ২৭ আগস্ট, ২০২৫ খ্রিঃ মার্কিন দূতাবাসের তত্ত্বাবধানে উক্ত হোটেলে চেক ইন করেছিলেন। গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, হোটেল কর্তৃপক্ষের খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। মৃত্যুর কারণ জানার জন্য চেষ্টা করা হচ্ছে, ময়নাতদন্ত করা হবে।