কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন দ্রোহের প্রতীক: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এক চিরন্তন দ্রোহের প্রতীক।
জাতীয় কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. রফিকুল ইসলাম
মির্জা ফখরুল বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার রুহের মাগফিরাত কামনা করি।
তিনি আরও বলেন, নজরুলের মাত্র ২৩ বছরের সাহিত্য জীবনে রচিত কবিতা, গান, উপন্যাস ও নাটক বাংলা ভাষা ও সাহিত্যকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনে তার সৃষ্টিকর্ম যুগান্তকারী ভূমিকা পালন করেছে।
আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন
বিএনপি মহাসচিব বলেন, কবি নজরুল ছিলেন শোষিত-অবহেলিত মানুষের কণ্ঠস্বর। তিনি অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সাহিত্য ও সংগীতের মাধ্যমে। এজন্য ব্রিটিশ শাসকগোষ্ঠীর রোষানলে পড়ে তাকে কারাভোগও করতে হয়েছিল।
তিনি আরও উল্লেখ করেন, জাতীয় কবি নজরুল ইসলাম শুধু বহুমুখী প্রতিভার অধিকারী নন, তার প্রধান পরিচয় তিনি কবি। তার রচনা মানুষকে দেশপ্রেমে উজ্জীবিত করে এবং সমাজে শান্তি, সাম্য ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়।
সবশেষে ফখরুল বলেন, কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টিকর্ম যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করবে।





