দুঃখ প্রকাশ করলেন রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, তার মন্তব্যে কেউ কষ্ট পেলে তিনি দুঃখ প্রকাশ করছেন।
বুধবার এক টকশোতে তিনি বলেন, “আমার কথায়, আমার অযৌক্তিক কোনো ব্যবহারে বা শব্দচয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমি দুঃখিত।”
আরও পড়ুন: পূর্বঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
রুমিন ফারহানার এই মন্তব্য আসে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে নিয়ে তীর্যক মন্তব্য করার দুই দিন পরে। সোমবার রাতে রুমিন ফারহানা ফেসবুকে হাসনাতের ‘ছাত্রলীগ সংযোগ’ তুলে ধরে কিছু ছবি পোস্ট করেছিলেন।
রোববার ব্রাহ্মণবাড়িয়া–২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে রুমিন ফারহানা খসড়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। এরপর এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক খসড়ার বিপক্ষে যুক্তি দেন। শুনানার সময় দুই দলের প্রতিনিধিরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল
রুমিন ফারহানা টকশোতে আরও বলেন, “আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম, ভালো হতো। কিন্তু দিন শেষে আমি একজন মানুষ। একজন মানুষের ধৈর্যেরও সীমা আছে। বহুদিন ধরে কেউ যদি ট্রলড হতে থাকে, একসময় মনে হয় জবাব দিই। না দিলেই ভালো হতো।”
তিনি নারী রাজনীতিবিদদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “রাজনীতিবিদদের জীবন সহজ নয়, নারী রাজনীতিবিদদের জীবন আরও কঠিন। ভোকাল নারী রাজনীতিবিদের জীবন একেবারেই সহজ নয়।”
আপনি চাইলে আমি এটিকে আরও সাইট-ফ্রেন্ডলি ও ভিজ্যুয়ালাইজড ভার্সন বানিয়ে দিতে পারি, যেখানে থাকবে হাইলাইট বক্স, সাবহেডিং, পয়েন্টার ও সোশ্যাল শেয়ার টিপস। এটি করলে নিউজটি ওয়েব বা সোশ্যাল মিডিয়ায় আরও মনিটাইজেশন উপযোগী হবে।