গাবতলীতে নিম্নমানের সরকারি চাল বিতরণ, ১৫৬ বস্তা চাল জব্দ

বগুড়া গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে নিম্নমানের সরকারি চাল বিতরণ করা হয়। এসময় একটি বাড়ির গুদাম থেকে ১৫৬ বস্তা নিম্নমানের (পচা কালো চাল) সরকারি চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান ও থানা পুলিশ কর্তৃপক্ষ।
ঘটনাসূত্রে জানা যায়, গাবতলী পৌর এলাকার খলিসাকুড়া ৩নং রেল ঘুমটি ও সাঈদ মাস্টারের ইটভাটার মাঝামাঝি স্থানে জনৈক হাবিবুর রহমানের বসতবাড়ির গুদামে থাকা ১৫৬ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি চাল) সরকারি নিম্নমানের চাল রাখা ছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ইউএনও হাফিজুর রহমান থানার এসআই গোলাম মোস্তফাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা রাতে ওই বাড়িতে হানা দিয়ে ১৫৬ বস্তা সরকারি চাল জব্দ করে থানায় নিয়ে যান।
আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি
এছাড়াও গত কয়েক দিন ধরে গাবতলীর বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন ডিলার নিম্নমানের সরকারি চাল দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নিম্ন আয়ের সুবিধাভোগীরা। বিষয়টি জানতে পেরে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান গত সোমবার (২৫ আগস্ট) দুপুর থেকে চাল বিতরণ বন্ধ করে দেন বলে জানা যায়।
এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হাবিবুর রহমানের বসতবাড়ির গুদামে অভিযান চালানো হয়। এতে ১৫৬ বস্তা নিম্নমানের সরকারি চাল জব্দ করা হয়েছে। হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ভালো চালের সঙ্গে নিম্নমানের চাল ভেজাল দেওয়ার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে জব্দকৃত চাল বর্তমানে গাবতলী মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ