দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ১০টার বুলেটিনে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে আরও দুটি লঘুচাপের সম্ভাবনা, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকায় হঠাৎ দমকা বাতাস ও বজ্রবৃষ্টি বেড়ে যেতে পারে। তাই নৌযান ও ছোট ট্রলারগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নতুন লঘুচাপের ইঙ্গিত, টানা ৫ দিন বৃষ্টিপাতের আভাস