যে কারণে সোনার গয়না বিক্রি করে পরিবার চালিয়েছিলেন অপু

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই নতুন সিনেমায় দেখা না গেলেও এখন ব্যবসা ও বিভিন্ন পণ্যের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে ভক্তদের কাছে তিনি প্রফেশনাল ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিজীবনের জন্য বেশি আলোচনায় ছিলেন, বিশেষ করে প্রাক্তন স্বামী শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে কেন্দ্র করে।
একাধিক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, বর্তমানে তিনি সন্তান ও ব্যবসা পরিচালনায় মনোনিবেশ করেছেন। এছাড়া শাকিব খানের পরিবারের সঙ্গেও সুন্দর সময় কাটানোর চেষ্টা করছেন তিনি।
আরও পড়ুন: বোল্ড লুকে ঝড় তুললেন জয়া আহসান
সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, তিনি এখন আর্থিকভাবে সফল হলেও এক সময় নিদারুণ অর্থকষ্টে ভুগেছেন। সময়টা ছিল ২০১৭ সাল, যখন সন্তান আব্রাম খান জয়ের জন্মের পর ভারত থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর হাতে কোনো টাকা ছিল না, এমনকি ব্যাংকে হিসাবও শূন্য। সেই অভিজ্ঞতা থেকে তিনি মিতব্যয়ী হতে শিখেছেন।
অপু জানিয়েছেন, অর্থকষ্ট মেটাতে নিজের গয়নাও বিক্রি করেছিলেন। তিনি বলেন, “আমি অনেক সোনার গয়না পরি। নিয়মিত সিনেমা করতাম, তখন দেশে-বিদেশে যেখানেই গয়না পছন্দ হত কিনে ফেলতাম। কিন্তু সেই গয়নাগুলোই তখন আমার পরিবারকে বাঁচাতে কাজে আসে। অনেকগুলো সোনার গয়না বিক্রি করে পরিস্থিতি সামাল দিয়েছি।”
আরও পড়ুন: শাহরুখ খান ও দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা
চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকাল’ ছবির মাধ্যমে। তবে প্রকৃত জনপ্রিয়তা আসে ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনীত ‘কোটি টাকার কাবিন’ ছবির মাধ্যমে। এরপর তারা একসঙ্গে অভিনয় করেছেন রাজনীতি, পাখী, চাচ্চু, শত্রু আমার, মনের সাথে যুদ্ধ, মায়া: দ্য লাভ, দুই পৃথিবীসহ আরও ডজনখানেক ছবিতে।
অপু বিশ্বাস মূলত বাণিজ্যিক ঘরানার সিনেমায় কাজ করেছেন এবং তাকে ঢালিউডের ‘নায়িকা নম্বর ওয়ান’ হিসেবেও অভিহিত করা হয়। অভিনয়, নৃত্য, রূপ ও অভিব্যক্তির কারণে দর্শকের কাছে তিনি দ্রুত জনপ্রিয় হন। ২০১০-এর দশকে তিনি বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকাদের একজন ছিলেন।