শাহরুখ খান ও দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা

বলিউড অভিনেতা শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ এনেছেন ৫০ বছর বয়সী অ্যাডভোকেট কীর্তি সিং, যিনি ২০২২ সালে হরিয়ানার সোনিপতের একটি ডিলারশিপ থেকে হুন্ডাই আলকাজার গাড়ি কিনেছিলেন।
২৩.৯৭ লাখ টাকায় কেনা ওই গাড়িতে নিয়মিত যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে বলে দাবি করেছেন তিনি। বিশেষ করে, গাড়ি চালানোর সময় গতি বাড়াতে বা ওভারটেক করতে গেলে গাড়ি কম্পিত হয় এবং ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এর ফলে তিনি ও তার পরিবার একাধিকবার বিপদের মুখে পড়েছেন।
আরও পড়ুন: যে কারণে সোনার গয়না বিক্রি করে পরিবার চালিয়েছিলেন অপু
সিং জানিয়েছেন, ডিলাররা সমস্যাটি স্বীকার করলেও এটিকে হুন্ডাই কোম্পানির উৎপাদন ত্রুটি বলে উল্লেখ করেছেন এবং স্থায়ীভাবে সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন। সাময়িক ব্যবস্থা নিলেও সমস্যাটি বারবার ফিরে আসছে।
অভিযোগকারী জানান, সমস্যাটি সমাধান করতে বা গাড়ি প্রতিস্থাপন করতে ডিলাররা অস্বীকৃতি জানিয়েছেন। তিনি দাবি করেন, গাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনসহ অন্যরা প্রচারণায় অংশ নিয়ে গ্রাহকদের ভুল পথে পরিচালিত করেছেন। প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তিনি এফআইআর দায়ের করেছেন।
আরও পড়ুন: বোল্ড লুকে ঝড় তুললেন জয়া আহসান
কীর্তি সিং আরও বলেন, এই ঘটনায় তিনি আর্থিক, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। গাড়ির ঋণ পরিশোধও এখনও চালিয়ে যেতে হচ্ছে।