সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের ৪ দিন পর রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:৩৪ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের ৪ দিন পর রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার কাজিরহাট কলেজের সামনের একটি মৎস্যঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমরান হোসেন (২৭) উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের পুত্র। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।

আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, গত ২৪ আগস্ট থেকে ইমরান হোসেন নিখোঁজ ছিল। মঙ্গলবার (২৬ আগস্ট) তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরিও করা হয়। আজ বুধবার সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এবং কারা ঘটিয়েছে সেটি তদন্তের পর জানা যাবে।

আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ