একিউএলআইয়ের প্রতিবেদন
জীবনের জন্য বড় হুমকি বায়ুদূষণ, গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর
যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) ২০২৫ প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণ বাংলাদেশের মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি। দেশবাসীর গড় আয়ু এই দূষণের কারণে প্রায় ৫.৫ বছর কমেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ১৬ কোটি ৬৮ লাখ মানুষ এমন এলাকায় বসবাস করছে যেখানে বাতাসের মান ডব্লিউএইচও-এর নিরাপদ সীমার তুলনায় মারাত্মকভাবে দূষিত। এদের মধ্যে ঢাকাসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইলের মতো জনবহুল এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। ঢাকার মানুষের গড় আয়ু WHO মানদণ্ডে পৌঁছালে প্রায় ৬.৯ বছর বাড়তে পারে।
আরও পড়ুন: যমুনার আশপাশে এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে নাশকতার পরিকল্পনা ফাঁস
১৯৯৮ থেকে ২০২৩ সালের মধ্যে সূক্ষ্ম ধূলিকণা (PM2.5) ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদন অনুসারে, বায়ুদূষণের প্রভাব ধূমপান বা অপুষ্টির চেয়েও বেশি, যা দেশের জনস্বাস্থ্যের জন্য একটি চলমান বিপর্যয়।
ঢাকার আশপাশের ইটভাটা, পুরনো বাস-ট্রাক ও শিল্পকারখানার অযাচিত নির্গমন দূষণকে আরও বাড়াচ্ছে। প্রতিবেশী দেশ থেকেও মৌসুমি ধোঁয়া আসে, তবে আঞ্চলিক সহযোগিতা সীমিত। পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট জনবল ও রাজনৈতিক ক্ষমতা না থাকায় আইন থাকা সত্ত্বেও বাস্তবায়ন খুবই দুর্বল।
আরও পড়ুন: আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ





