ভ্যাপসা গরমে সারাদেশে বৃষ্টির আভাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:০৫ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেয়েছে। এতে বৃষ্টিহীন এলাকায় ভ্যাপসা গরম বেড়েছে। তবে, এর মধ্যেও দেশের চার বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে; কয়েকটি জায়গায় ভারী বর্ষণও হতে পারে। অন্যদিকে, বাকি চার বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৭ আগস্ট) দেওয়া নিয়মিত পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: শৈত্যপ্রবাহের মধ্যেই সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর

এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঢাকার আবহাওয়া প্রসঙ্গে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ঢাকায় বৃষ্টি না হলে ভ্যাপসা গরম থাকবে। বিশেষ করে রাতে গরম বেড়েছে। তবে আগামী ২৮ ও ২৯ আগস্ট ঢাকায় বৃষ্টি বাড়তে পারে। এরপর আবার গরম বাড়বে বলে জানান তিনি।

আরও পড়ুন: ১৩ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আভাস

আগামী ৩০ আগস্ট থেকে সারাদেশেই বৃষ্টিপাত কমে গিয়ে গরমের দাপট বাড়বে।