জুলাই আন্দোলন কোন দলের অর্জন নয়, এটি ছাত্র-জনতার অর্জন: তানিয়া রব

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:৫০ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, জুলাই সনদ যদি এখন আইনি ভিত্তিতে বাস্তবায়ন করার সুযোগ না হয়, তাহলে সেটি কোনো দলীয় সরকার বাস্তবায়ন করতে পারবে না। “তাহলে জুলাইয়ে ছাত্র-জনতার রক্ত ও প্রাণ দেওয়া অর্থহীন হয়ে যাবে। আমাদের জাতি কবে মুক্তি পাবে?” তিনি প্রশ্ন করেন।

তানিয়া রব বলেন, “জুলাই আন্দোলন কোন দলের অর্জন নয়। এটি ছাত্র-জনতার অর্জন। সে কৃতিত্ব তাদেরই দিতে হবে। তখন আমরা রাজনৈতিক দলগুলোও মাঠে ছিলাম, কিন্তু অর্জন তাদের।”

আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি

বুধবার (২৭ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে জেএসডি লক্ষ্মীপুর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, জেলা জেএসডি সভাপতি অধ্যক্ষ মুনসুরুল হক, জেএসডি নেতা মো. মোস্তফা মন্টু প্রমুখ।

তানিয়া রব বলেন, “রাজনৈতিক দল যারা করে, তারা দলের বাইরে চিন্তা করে না। চিন্তা করতেও দেয় না। দলের মানুষগুলোই বেশিরভাগ সময় রাষ্ট্রের সুবিধা ভোগ করে। এজন্য জেএসডি প্রধান আ. স. ম. আবদুর রব বহুপূর্বে সংসদে উচ্চ কক্ষের কথা বলেছেন, যেখানে সকল পেশার ভালো মানুষরা প্রতিনিধিত্ব করবে। দলের বাইরে দেশপ্রেমিক মানুষেরও অংশীদারিত্ব থাকবে।”

আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ

সংস্কার কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “ওরা শুধু বৈঠক করে, কোনো সিদ্ধান্ত দেয় না। তারা দল ওই দলের প্রতিনিধিদের মুখ দেখে। কিন্তু তাদের উচিত ছিল সিদ্ধান্ত দেওয়া। তারা সিদ্ধান্ত দেবে, সেটি মানা না মানার সিদ্ধান্ত নিবে জনগণ, রাজনৈতিক দলগুলো নয়।”

তিনি আরও বলেন, “সংস্কারও চলছে, নির্বাচনের দিকেও এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্ম তো ভোট দেওয়াকে ভুলেই গেছে। কারণ বিগত দিনে যে নির্বাচন হয়েছে, তাতে মানুষ ভোট দিতে পারেনি। তাই সংস্কারের পাশাপাশি নির্বাচনের আয়োজনও করতে হবে।”