বোল্ড লুকে ঝড় তুললেন জয়া আহসান

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:০০ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় এবং আলোচিত অভিনেত্রী জয়া আহসান। টিভি ও চলচ্চিত্রের পর্দায় অভিনয় দক্ষতার মতোই ফ্যাশন সেন্স ও গ্ল্যামারে সবসময় অনন্যা। সম্প্রতি তার নতুন ফটোশুটের ছবি নেট দুনিয়ায় প্রকাশ পাওয়ার পর থেকেই ভক্তদের মাঝে চলছে ব্যাপক আলোচনার ঝড়।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, কালো পোশাকের সঙ্গে সোনালি কারুকাজ করা কেপ জ্যাকেট পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন জয়া। সিঁড়ির ধাপে বসে কিংবা আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেওয়া প্রতিটি পোজে ফুটে উঠেছে তার নতুন এক ফ্যাশন স্টেটমেন্ট। মানানসই কালো হাই হিল, বড় মুক্তার দুল ও স্টেটমেন্ট আঙটি তার সাজে এনে দিয়েছে রাজকীয় ছোঁয়া। আর হালকা মেকআপ, ন্যুড লিপস্টিক ও ঢেউখেলানো চুল তাকে করেছে আরও মোহনীয়।

আরও পড়ুন: যে কারণে সোনার গয়না বিক্রি করে পরিবার চালিয়েছিলেন অপু

নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন, “এ যেন আন্তর্জাতিক মানের ফ্যাশন।” কেউ কেউ প্রশংসা করেছেন জয়ার আভিজাত্য আর আত্মবিশ্বাসের। অনেকেই লিখেছেন, বয়স যেন তার কাছে কেবলই একটি সংখ্যা— সময়ের সঙ্গে তিনি হচ্ছেন আরও আকর্ষণীয়।

উল্লেখ্য, বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও সমানতালে কাজ করছেন জয়া আহসান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য স্বীকৃতি পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নতুন নতুন ফ্যাশন স্টেটমেন্ট দিয়েও ভক্তদের মন জয় করে চলেছেন এই জনপ্রিয় তারকা।

আরও পড়ুন: শাহরুখ খান ও দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা