কেরানীগঞ্জে পুলিশ সুপারের নামে চাঁদাবাজি, গ্রেফতার তিন

Sanchoy Biswas
মো. রবিউল আওয়াল, কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:৪২ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কেরানীগঞ্জে ঢাকা জেলা পুলিশ সুপারের নাম ব্যবহার করে অনলাইনে প্রতারণার মাধ্যমে চাঁদা দাবিকারী তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. ইমন আলী (২৩), মো. নাহিদুল ইসলাম (২৭), মো. তানজির ওরফে তানজু (২৮)।

আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি

পুলিশ জানায়, তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ১২টি মোবাইল ফোন এবং ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুর রহমানের নামে লেখা ৫টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।

আজ দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ

তিনি জানান, গ্রেফতারকৃত প্রতারকেরা ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুর রহমানের পোশাক পরিহিত ছবি হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করত। এরপর তার নাম ও ছবি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় প্রদান করে ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করছিল।

ঘটনার পর ঢাকা জেলা ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল রাজশাহী জেলার বাঘা থানার আশরাফপুর এলাকায় অভিযান চালায়। সেখানে রাজশাহী ডিবি পুলিশের সহযোগিতায় তিন প্রতারককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।