আইসিসি বাংলাদেশের বিরুদ্ধে কোনো আল্টিমেটাম দেয়নি: বিসিবি সভাপতি

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:৩৭ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ভারতের ভেন্যুতে না গেলে পয়েন্ট কর্তন বা ওয়াকওভার দেওয়ার কোনো নির্দেশ দেয়নি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই খবরকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) সকালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আইসিসি কখনোই বলেনি যে ভারতে না গেলে আমাদের পয়েন্ট কর্তন করা হবে বা ওয়াকওভার দেওয়া হবে। ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও জানানো হয়নি।”

আরও পড়ুন: গোলের বন্যায় বিলবাওকে উড়িয়ে সুপার কাপ ফাইনালে বার্সেলোনা

বিসিবি জানায়, মধ্যরাতে ক্রিকইনফোর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, আইসিসি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ অগ্রাহ্য করে ভারতকে ভেন্যু হিসেবে মেনে নিতে বলেছে। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে দেয়।

বিসিবি সভাপতি আরও বলেন, “আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা ইতোমধ্যে নিরাপত্তাজনিত উদ্বেগের বিস্তারিত তথ্য ইমেইলে পাঠিয়েছি। এখন তারা সেই ব্যাখ্যা যাচাই করছে, যার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন: বিশ্বকাপ খেলতে ভারতে যেতেই হবে, না হলে পয়েন্ট হারানোর ঝুঁকি

বিসিবি জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতে ক্রিকেট খেলার পরিবেশ নিয়ে বোর্ড এখনও উদ্বিগ্ন। আইসিসির সঙ্গে আলোচনার শেষপর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিভ্রান্তিকর খবরে কান না দেয়ার জন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।