ভেনেজুয়েলার তেল কিনছে যুক্তরাষ্ট্র

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৩৪ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর এবার দেশটির জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে ৩ থেকে ৫ কোটি ব্যারেল উচ্চমানের অপরিশোধিত তেল বিক্রি করবে। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, এই তেল আন্তর্জাতিক বাজারদরে বিক্রি করা হবে এবং সরাসরি যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।

ট্রাম্প জানান, তেল পরিবহনের জন্য বিশেষ স্টোরেজ জাহাজ ব্যবহার করা হবে। জাহাজগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন বন্দরে এসে তেল খালাস করবে। পুরো প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ইরান: দেশজুড়ে ইন্টারনেট বন্ধ

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, এই তেল বিক্রি থেকে আসা অর্থ তার প্রেসিডেন্টিয়াল নিয়ন্ত্রণে থাকবে। তবে এই অর্থ ভেনেজুয়েলার জনগণ এবং যুক্তরাষ্ট্র—দুই দেশেরই কল্যাণে ব্যবহার করা হবে বলে তিনি উল্লেখ করেন। যদিও অর্থ ব্যয়ের নির্দিষ্ট খাত বা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের শীর্ষ তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা জোরদার হচ্ছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার ওভাল অফিসে এক্সন, শেভরন ও কনোকোফিলিপস-এর শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক আয়োজন করা হচ্ছে। বৈঠকে ভেনেজুয়েলার তেল আমদানি এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ জ্বালানি কৌশল নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে যেমন নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, অন্যদিকে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক নতুনভাবে সাজানোর একটি সুযোগ তৈরি হচ্ছে। তবে এই চুক্তির বাস্তবায়ন কতটা কার্যকর হবে এবং এতে ভেনেজুয়েলার সাধারণ মানুষ কতটা উপকৃত হবে—তা নিয়ে সংশয় রয়ে গেছে।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ রাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (EIA)-এর তথ্য অনুযায়ী, দেশটিতে অন্তত ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেলের মজুত রয়েছে, যা বিশ্বের মোট মজুত তেলের প্রায় এক-পঞ্চমাংশ।