সারিয়াকান্দিতে রংধনু গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বগুড়ার সারিয়াকান্দিতে শীতের তীব্রতা থেকে গরীব ও অসহায় মানুষের কষ্ট লাঘবে রংধনু গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা'র উদ্যোগে ৩শ পরিবারের মাঝে ৩৫০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার, ১২ জানুয়ারি, সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাই বাজারের বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও হতদরিদ্র ৩শ পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংস্থার সভাপতি রহিম মিয়া বাদশা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার মন্তেজার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়াও উপস্থিত ছিলেন নুর-নবী মন্ডল, সাধারণ সম্পাদক, রংধনু গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা।
আরও পড়ুন: তারেক রহমানের হস্তক্ষেপে ব্রাহ্মণবাড়িয়ার দুইটি আসনের সমস্যা সমাধান
এসময় অতিথিরা বলেন, শীত মৌসুমে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। রংধনু গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতেও এধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে উক্ত অনুষ্ঠানে সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কাপাসিয়ায় কৃষকদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া





