সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে ভয়াবহ ক্ষয়ক্ষতি, নিহত ১৪
দক্ষিণ চীন সাগরে সৃষ্ট সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ১৪ জন নিহত, অন্তত ১৮ জন আহত এবং ৩০ জন এখনো নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে রাগাসা তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জেলা হুয়ালিয়েন আছড়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ওই এলাকাতেই। জেলার প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিং এএফপিকে জানান।
আরও পড়ুন: একসঙ্গে চারটি ফ্রন্টে যুদ্ধ চালাচ্ছে ইরান: স্পিকার কালিবাফ
আমাদের ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের সর্বশেষ তথ্যানুযায়ী, এ পর্যন্ত হুয়ালিয়েনে ১৪ জন নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়েছেন। এছাড়া ৩০ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।
এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রাগাসার প্রভাবে তাইওয়ান ছাড়াও হংকংয়ে প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণ হয়েছে। সোমবার থেকেই হংকংয়ে সর্বোচ্চ ১০ নম্বর সতর্কতা জারি করা হয়।
আরও পড়ুন: ইরানে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে: আরাঘচি
বিজ্ঞানীরা জানিয়েছেন, দক্ষিণ চীন সাগরের একটি নিম্নচাপ থেকে শক্তি সঞ্চয় করে তৈরি হওয়া রাগাসা বর্তমানে একটি সুপার টাইফুন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বাতানিজ দ্বীপপুঞ্জের উপকূলে প্রথম আঘাত হানে ঝড়টি। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৩০ কিলোমিটার।
এই দ্বীপ থেকে তাইওয়ানের পূর্ব উপকূলের দূরত্ব প্রায় ৭১০ কিলোমিটার। ফিলিপাইন, চীন এবং তাইওয়ানের আবহাওয়া দপ্তরগুলো রাগাসাকে চলমান মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে অভিহিত করছে।





