ট্যুরিস্ট সিম কার্ড নিয়ে এল বাংলালিংক

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৩ | আপডেট: ৭:০৬ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলালিংক ট্যুরিস্ট সিম কার্ড চালু করেছে। দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে ট্যুরিস্ট সিম কার্ড চালু করেছে। সাধারণ সিম ও ই-সিম– উভয়ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে। বাংলাদেশে অবস্থানরত বিদেশি পর্যটকরা এর মাধ্যমে বাংলালিংক-এর ওকলা স্বীকৃত দ্রুততম ফোরজি নেটওয়ার্ক ও ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন।

ভ্রমণকারীদের বিভিন্ন চাহিদা পূরণে বাংলালিংক এই সিমে ৬টি ভিন্ন প্যাকেজ চালু করেছে। প্যাকেজগুলির মেয়াদ যথাক্রমে ৭ দিন, ১৫ দিন ও ৩০ দিন। পর্যটকরা স্থানীয় ও আন্তর্জাতিক কল এবং এসএমএস ছাড়াও বাংলালিংক-এর নানা ডিজিটাল সেবা ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীদের ভিসার মেয়াদ বা ক্রয়কৃত প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পরে ট্যুরিস্ট সিম কার্ডগুলি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।

আরও পড়ুন: স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে ধারণার তুলনায় অনেক বেশি জটিল ক্ষতিকর

পর্যটকরা তাদের পাসপোর্ট দেখিয়ে দেশের নির্ধারিত প্রবেশপথ এবং জনপ্রিয় পর্যটন এলাকাগুলো থেকে সর্বোচ্চ দুইটি সিম কার্ড কিনতে পারবেন। বাংলালিংক-এর ট্যুরিস্ট সিম প্যাকেজ সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে এই লিংক থেকে https://banglalink.net/en/apps-and-services/financial/tourist-sim.

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘ডিজিটাল অপারেটর হিসেবে বিদেশি পর্যটকদের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে আমরা এই উদ্যোগটি চালু করেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে পর্যটকদেরকে সহজে ও নিরন্তরভাবে সংযুক্ত রাখা, যাতে তারা দেশে জুড়ে বাংলালিংক-এর ওকলা স্বীকৃত দ্রুততম ফোরজি নেটওয়ার্ক ও ডিজিটাল সেবাগুলি উপভোগ করতে পারেন।’

আরও পড়ুন: আপনার মোবাইলই আপনার অফিস: স্মার্টফোন দিয়ে ব্যবসা চালানোর ৭ উপায়