খালেদা জিয়ার কবরে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের শ্রদ্ধা ও দোয়া মাহফিল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৪২ পূর্বাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন।

শুক্রবার সকালেই সংগঠনের সভাপতি কামরুল হাসান তালুকদার, সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে উপস্থিত হয়ে মরহুমার কবর জিয়ারত করেন। পরে তার এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন: কলকাতায় লুকিয়ে আছেন হাদি হত্যা মামলার পরিকল্পনাকারী বাপ্পি: ডিবির দাবি

জিয়ারত শেষে বাদ জুমা পল্টনে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের কার্যালয়ে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাতের পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরদিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

আরও পড়ুন: পুলিশের শীর্ষ ১৪ কর্মকর্তার বদলি