আবারও সড়কে সাত কলেজের শিক্ষার্থীরা, অচল রাজধানী
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেন।
একই সময়ে মিরপুরের টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার মোড়েও শিক্ষার্থীদের জমায়েতের খবর পাওয়া গেছে। একাধিক স্থানে সড়ক অবরোধের ফলে মিরপুর সড়কসহ আশপাশের এলাকায় যান চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
আরও পড়ুন: সায়েন্সল্যাবে অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারি মাসের মধ্যেই ডিসিইউ অধ্যাদেশ জারির আশ্বাস দিলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সাফওয়ান আহমেদ বলেন, “আমরা আর আশ্বাসে বিশ্বাস করি না। আমাদের একটাই দাবি—অবিলম্বে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।”
সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী তসিফ হাসান বলেন, “দাবি পরিষ্কার। কোনো টালবাহানা নয়, দ্রুত সিদ্ধান্ত চাই।”
আরও পড়ুন: আবারও অবরোধ তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের, তীব্র যানজট
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। প্রায় ১০ মিনিটের ব্যবধানে তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয়। বিক্ষোভে অংশ নেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তারা ‘ডিসিইউ চাই’, ‘অধ্যাদেশ জারি কর’সহ বিভিন্ন স্লোগান দেন।
সড়ক অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ফার্মগেট থেকে সায়দাবাদগামী এক যাত্রী আসিফ বলেন, “প্রতিদিনই কোনো না কোনো কারণে রাস্তা বন্ধ থাকে। মানুষ চলাচল করতে পারছে না। সরকারকে দ্রুত সমাধান বের করতে হবে।”
শিক্ষার্থীদের কর্মসূচির কারণে আজিমপুর থেকে গাবতলী পর্যন্ত মিরপুর সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। মিরপুর-১, ২ ও ১০ নম্বর এলাকাতেও যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেক যাত্রীকে গণপরিবহন না পেয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
এর আগের দিন বুধবারও সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। একই দিনে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরাও পৃথক দাবিতে ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করলে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালে প্রস্তুতি ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকেই সাত কলেজকে ঘিরে শিক্ষা ও প্রশাসনিক সংকট চলছে। এ সমস্যা সমাধানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রস্তাব এলেও খসড়া অধ্যাদেশ নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ এখনো কাটেনি।





