নতুন লুকে আপেল হাতে কীসের ইঙ্গিত দিলেন জয়া?

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:২২ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩১ পূর্বাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই নতুনত্বের ছোঁয়া। অভিনয় দক্ষতা, সৌন্দর্য ও ব্যক্তিত্বে যেমন তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার উপস্থিতি সবসময়ই চমকপ্রদ। এবার আবারও নতুন এক ফ্যাশন লুকে ধরা দিয়ে ভক্তদের হতবাক করেছেন এই গুণী অভিনেত্রী।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া। নতুন এই ফটোসেট প্রকাশের পরই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবিগুলোতে দেখা যায়—পাথরের জমকালো কাজ করা লাল রঙের ব্লাউজের সঙ্গে ধূসর রঙের জিন্স। ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মিশেলে তার ফিউশন লুক যেন আরও মন কাড়ছে ভক্তদের।

আরও পড়ুন: বাথটাবের ছবিতে আবারো ট্রোলের শিকার শ্রাবন্তী

কপালে লাল টিপ, খোঁপায় লাল–সাদা গোলাপ, চোখে স্টাইলিশ সানগ্লাস—সব মিলিয়ে তার লুক এনে দিয়েছে এক অনন্য আভিজাত্য। হাতে পরা পাথরের চুড়ি ও বালা পুরো সাজকে আরও শৈল্পিক করেছে।

তবে ছবির সবচেয়ে বড় আকর্ষণ ছিল জয়ার হাতে থাকা একটি টুকটুকে লাল আপেল। কখনও হাতে ধরে, কখনও মাথায় ব্যালেন্স করে, কখনও ঠোঁটের কাছে ধরে বিভিন্ন ভঙ্গিতে এই আপেল নিয়ে পোজ দিয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—“আপেল হয়ো না।

আরও পড়ুন: প্রথমবার পর্দায় ভিকি-দীপিকার জুটি

জয়ার এই ব্যতিক্রমী ফটোসেট প্রকাশের পর থেকেই মন্তব্যে ভালোবাসা, প্রশংসা আর উচ্ছ্বাসে ভরিয়ে দিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। কেউ লিখেছেন—“খুব সুন্দর লাগছে।” কেউবা বলছেন—“লাভ অফ মাই লাইফ।” আবার কেউ মজা করে মন্তব্য করেছেন—“পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস, জল নিয়ে আয়!”

ফ্যাশন ও সৃজনশীলতায় জয়া আহসান আবারও প্রমাণ করলেন—তিনি কেন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু।