‘তীব্র খাদ্য সংকট ও নিরাপত্তাহীনতায় গাজার রাফাবাসী’

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৭:৩৩ পূর্বাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) বলছে, ইসরায়েলি হামলা ও অবরোধে তীব্র খাদ্য সংকট ও নিরাপত্তাহীনতায় মানবেতর জীবনযাপন করছে গাজার দক্ষিণের শহর রাফার লাখ লাখ বাসিন্দারা।

স্থানীয় সময় শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। খবর আল-জাজিরা।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় শিশুসহ ১০৫ ফিলিস্তিনি নিহত, খাদ্য সংকট ও নাগরিক হত্যাযজ্ঞ বৃদ্ধি

রাফায় খাদ্য সরবরাহের আহ্বান জানিয়ে ওসিএইচএ বলেছে, রাফায় অবিলম্বে ত্রানবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেয়া উচিত। এখানের মানুষের খাদ্যের প্রয়োজন। কারণ রাফাবাসী প্রতিনিয়ত আতঙ্ক এবং তীব্র ক্ষুধার সঙ্গে লড়াই করছে। তাদের শারীরিক এবং মানিসিক অবস্থার চরম অবনতি হয়েছে বলেও সতর্ক করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। এক্ষেত্রে মিসর সীমান্ত রাফায় জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

যেহেতু পুরো গাজায় খাদ্য সরবরাহের প্রধান রুট হচ্ছে রাফা তাই সেখানে অবরোধ মানে পুরো গাজা অঞ্চলে খাবারের সংকট তৈরি হওয়া। এক্ষেত্রে খাদ্য সরাবরাহ ট্রাকগুলোকে অবাধে চলাচলের সুযোগ দেয়া উচিত বলে মনে করে জাতিসংঘের ওই মানবাধিকার সংস্থা।

আরও পড়ুন: আফগানিস্তানে ফের ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

রাফায় এমন তীব্র সংকটের মধ্যেও আশদোদ বন্দরে আটার একটি বড় চালান আটকে দিয়েছে তেল আবিব। এতে খাদ্য সংকট আরো তীব্র হচ্ছে। অন্যদিকে গাজার বড় চিকিৎসাকেন্দ্র নাসের হাসপাতালে অবরোধের ফলে বিদ্যুৎ এবং জ্বালানি সংকটে নিবিড় পরিচর্যা কেন্দ্রের বেশ কয়েকজন রোগীর মৃত্যুর হয়েছে বলে জানা গেছে। এছাড়া সেখানে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।