গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটকাল ইসরায়েল, গ্রেটা থুনবার্গসহ বহুজন আটক
ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ আটক করেছে ইসরায়েলি সেনারা। এ সময় সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ কয়েকজনকে আটক করা হয়।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়েছে, বহরের যে ছয়টি নৌযান আটক করা হয়েছে সেগুলো হলো— দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা ও সিরিয়াস।
আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদভাবে থামিয়ে দেওয়া হয়েছে। সেগুলোর আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হচ্ছে। গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন।
মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে থুনবার্গকে নৌযান থেকে সরিয়ে নিতে দেখা যায়।
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
এদিকে আইরিশ রাজনৈতিক দল সিন ফেন দাবি করেছে, তাদের দলের সিনেটর ক্রিস অ্যান্ড্রুসকে ‘অবৈধভাবে আটক’ করেছে ইসরায়েল। দলটি আয়ারল্যান্ড সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নিয়ে অ্যান্ড্রুসসহ ফ্লোটিলায় থাকা সব আইরিশ নাগরিককে মুক্ত করার আহ্বান জানিয়েছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এ নৌবহরে রয়েছে ৪০টিরও বেশি বেসামরিক জাহাজ, যাতে প্রায় ৫০০ জন যাত্রী আছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ বিভিন্ন দেশের আইনপ্রণেতা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন।





