দক্ষিণ ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৪৮ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৫
৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ভবনের বাইরে আশ্রয় নেয় মানুষ
৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ভবনের বাইরে আশ্রয় নেয় মানুষ

দক্ষিণ ফিলিপাইনের উপকূলে শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির ভূকম্পন সংস্থা। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের উচ্চভূমিতে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় ভূমিকম্পটি দাভাও ওরিয়েন্টাল প্রদেশের মানাই শহরের উপকূলে, প্রায় ১০ কিলোমিটার গভীরে অনুভূত হয়।

আরও পড়ুন: একসঙ্গে চারটি ফ্রন্টে যুদ্ধ চালাচ্ছে ইরান: স্পিকার কালিবাফ

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির তথ্যমতে, উপকূলীয় অঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারের বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বদ্ধ উপসাগর ও প্রণালীগুলোতে সুনামির ঢেউ আরও উঁচু হতে পারে।

আরও পড়ুন: ইরানে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে: আরাঘচি

কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, সুনামির আশঙ্কা থাকা উপকূলীয় এলাকা থেকে অবিলম্বে উচ্চভূমি বা অভ্যন্তরীণ স্থানে সরে যেতে।

এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।