অসুস্থতায় মাহমুদ আব্বাসের অস্থায়ী স্থলাভিষিক্ত হবেন হুসেইন আল-শেখ
প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা করেছেন, যদি তিনি দায়িত্ব পালনে অক্ষম হন, তবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির উপ-চেয়ারম্যান হুসেইন আল-শেখ অস্থায়ীভাবে তার দায়িত্ব পালন করবেন।
শনিবার প্রকাশিত এক রাষ্ট্রপতি ডিক্রিতে আব্বাস এ ঘোষণা দেন। গাজায় ২০০৭ সালে হামাসের ক্ষমতা দখলের পর থেকে প্যালেস্টাইনের আইনসভা (প্যালেস্টিনিয়ান লেজিসলেটিভ কাউন্সিল) কার্যত নিষ্ক্রিয় হয়ে আছে।
আরও পড়ুন: তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন
প্যালেস্টাইনের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে আইনসভার স্পিকার অস্থায়ীভাবে দায়িত্ব নেবেন। তবে ২০২৪ সালের নভেম্বরে আব্বাস আইন সংশোধন করে রাউহি ফাত্তুহ-কে অস্থায়ী উত্তরসূরি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তখন ধারণা করা হয়, এই সিদ্ধান্তের মাধ্যমে আব্বাস চাননি যেন হামাস-সম্পর্কিত আজিজ দোয়াইক দায়িত্ব পান।
৮৯ বছর বয়সী আব্বাসের সর্বশেষ ডিক্রিতে সেই নিয়োগ বাতিল করে হুসেইন আল-শেখ-কে তার স্থলাভিষিক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হারিকেন মেলিসা’, জ্যামাইকায় আঘাত হানতে পারে
উল্লেখযোগ্যভাবে, হুসেইন আল-শেখকে গত বছরের এপ্রিলে পিএলও-র উপ-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়— যা প্রায় ৫০ বছর পর প্রথম এমন নিয়োগ। তিনি প্রেসিডেন্ট আব্বাসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং ফাতাহ আন্দোলনের শীর্ষ নেতাদের একজন।
সূত্র : আনাদোলু এজেন্সি





