ঢাকায় পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার (৩১ ডিসেম্বর) এক সংক্ষিপ্ত সাক্ষাৎ করেছেন। এ সাক্ষাৎ চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের পর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রথম সরাসরি যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৮০ বছর বয়সে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশে পৌঁছান। এই অনুষ্ঠানে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ২০২৬-কে প্রথম স্বাগত জানাল যেসব দেশ
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, জয়শঙ্কর নিজে আয়াজ সাদিকের দিকে এগিয়ে গিয়ে করমর্দনের মাধ্যমে শুভেচ্ছা জানান। আয়াজ সাদিক হাসিমুখে অভিবাদন গ্রহণ করেন। দুই নেতা পরস্পরের কুশল বিনিময় করেন এবং স্বাস্থ্যের খোঁজ নেন। তবে এ সময় কোনো আনুষ্ঠানিক বৈঠক বা আলোচনা হয়নি।
চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়, যা এখনও অব্যাহত আছে। তবে দুই দেশের মধ্যে উত্তেজনা রয়ে গেছে। এই প্রেক্ষাপটে দুই দেশের শীর্ষ দুই প্রতিনিধির সংক্ষিপ্ত সাক্ষাতকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: নির্বাচনের আগে তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তার ঢাকা সফর ঘিরে আলোচনা, কৌতুহল
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন, জিও টিভি





